হানিফ সংকেত এর বিখ্যাত উক্তি সমূহ – Hanif Sanket Quotes
সেরা ১০টি হানিফ সংকেত এর বিখ্যাত উক্তি সমূহ – Hanif Sanket Quotes. হানিফ সংকেত বাংলাদেশের বিনোদন অঙ্গনের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব। প্রায় দুই যুগ ধরে তিনি বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি এর মাধ্যমে আনন্দ দিয়ে যাচ্ছেন। একাধারে তিনি লেখক, উপস্থাপক, পরিচালক ও প্রযোজক। এই পোষ্টে জীবন, বাস্তবতা ও দেশপ্রেম নিয়ে হানিফ সংকেতের এমন কিছু চিরন্তন বাণী তুলে ধরেছি।
হানিফ সংকেত এর বিখ্যাত উক্তি
০১। আমাদের দেশে একটি পুরনো প্রবাদ আছে,
‘চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ি ধরা’।
কিন্তু ধরাকে যারা সরা জ্ঞান করে তারা ধরা পড়ার ধার না ধেরে কখনও
ধরাধরির মাধ্যমে, কখনও দরাদরির মাধ্যমে পার পেয়ে যায়।
ঘটি চোর, বাটি চোর, ভিটে এবং মাটি চোর, টাকা, সোনাদানা চৌর, গরীবের মুখের খানা চোর
এমনি আছে নানা চোর।
তবে এসবই জানা চোর।
এর সাথে আরও আছে দ্বিধাহীন মেধা চোর।
০২। কথা বলার সময় অন্যে টের পাওয়ার আগে আমাদের ঢের ভেবে নেয়া উচিত এর জের কোন দিকে যাবে।
০৩। বিষমুক্ত খাদ্য যেমন আমাদের প্রয়োজন তেমনি প্রয়োজন বিষমুক্ত সমাজ।
মানুষ বাঁচতে চায়।
ভালভাবে বাঁচতে হলে সমাজ দেহে জন্মে ওঠা সমস্ত বিষবৃক্ষ
সমূলে উপড়ে ফেলতে হবে।
সামাজিক অনেক বিষক্রিয়ার একটি হচ্ছে-
নিয়ন্ত্রণহীন কিছু মানুষের ধর্ষণ নামক বিকৃত আচরণ।
০৪। নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোন এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা।
০৫। একদল অসৎ লোকের চেয়ে একজন সৎ লোক অনেক বড়, একদল অযোগ্য লোকের চেয়ে একজন যোগ্য লোক অনেক বড়, একদল অলস লোকের চেয়ে একজন কর্মঠ লোক অনেক বড়।
০৬। শেখার কোন শেষ নেই
শেখার কোন দেশ নেই।
তবে সুশিক্ষা আর কুশিক্ষা বলে দু’টি কথা আছে।
এর মধ্যে কুশিক্ষা অশিক্ষার চেয়ে খারাপ।
সুশিক্ষা হয় সৎ চিন্তায় এবং অনুসরণে।
কুশিক্ষা হয় কুচিন্তায় এবং অনুকরণে।
০৭। দূর আকাশে এক ফালি চাঁদ ওই দিলো ডাক – ঈদ কণ্ঠে সবার ঈদ মোবারক-ঈদ মোবারক – ঈদ I ঈদ হোক ভেদাভেদ ভোলা- মিলনের আনন্দে মুখর। ঘরমুখো মানুষেরা নিরাপদে পৌঁছে যাক আপনজনের কাছে। ঈদের আনন্দে আনন্দময় হোক সবার জীবন । সবাই ভালো থাকুন , নিরাপদে থাকুন ঈদ মোবারক
০৮। কথায় চিড়ে না ভিজলেও মানুষ ভেজে।
০৯। আমাদের সমাজে অনেকেই আছেন যারা বুদ্ধিমান সাজতে গিয়ে প্রমাণ করে দেন তিনি কতটা বোকা। আবার অনেকে আছেন যারা বোকা সেজে প্রমাণ করে দেন তিনি কতটা বুদ্ধিমান। এসব ক্ষেত্রে বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে কে বোকা, কে বুদ্ধিমান।
আরো পড়ুনঃ
হানিফ সংকেত এর পরিচয়
ফুল নেম | এ কে এম হানিফ |
জন্ম তারিখ | ২৩ অক্টোবর ১৯৫৮ |
জন্ম স্থান | বরিশাল, বাংলাদেশ |
পেশা | উপস্থাপক, লেখক, পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৯০ – বর্তমান |
দাম্পত্য সঙ্গী | সানজিদা হানিফ |
পুরস্কার | মেরিল প্রথম আলো পুরস্কার (২০০৫) একুশে পদক (২০১০) জাতীয় পরিবেশ পদক (২০১৪) |
গ্রন্থসমূহ
গণ্য মান্য সামান্য, কিংকর্তব্যবিমূঢ়, রঙ্গ বিরঙ্গ, হামানদিস্তা, বিনীত নিবেদন, আটখানার পাটখানা, প্রতি ও ইতি, ফুলের মতো পবিত্র, খবরে প্রকাশ, অকাণ্ড কাণ্ড, ধন্যবাদ, এপিঠ ওপিঠ, চৌচাপটে, কষ্ট, নিয়মিত অনিয়ম, শ্রদ্ধেয় রাজধানী।
নাটকসমূহ
কুসুম কুসুম ভালোবাসা, শূন্যস্থান পূর্ণ, শোধ বোধ, ভূত অদ্ভুত, কিংকর্তব্য, তথাবৃত যথাকার, পুত্রদায়, ফিরে আসে ফিরে আসে, অন্তে বসন্ত, শেষে এসে অবশেষে, বিপরীতে হিত, তোষামোদে খোশ আমোদে, দুর্ঘটনা, আয় ফিরে তোর প্রাণের বারান্দায়।
ধন্যবাদ সবাইকে, আশাকরি হানিফ সংকেতের উক্তি গুলো পড়ে ভালো লেগেছে আপনাদের। দয়াকরে আর্টিকেলটি সবার সাথে শেয়ার করুন। সবাই ভালো থাকুন সেই কামনায় আল্লাহ হাফেজ।