আপনার সিমে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেবেন? জেনে নিন!
গ্রামীণফোন, বাংলালিংক, রবি, এয়ারটেল ও টেলিটক সিমে ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার নিয়ম বা কোড এবং জরুরি ব্যালেন্স চেক করার নিয়ম। বর্তমানে মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। তবে অনেক সময় এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, যখন মোবাইলে প্রয়োজনীয় মুহূর্তে ব্যালেন্স না থাকায় যোগাযোগ বন্ধ হয়ে যায় আর তখনই প্রয়োজন হয় ইমারজেন্সি ব্যালেন্স।

বাংলাদেশের মোবাইল অপারেটরগুলো গ্রাহকদের এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় ইমারজেন্সি ব্যালেন্স সুবিধা দিয়ে থাকে। খুব সহজ কিছু কোড ডায়াল করে বা এসএমএসের মাধ্যমেই আপনি এই সুবিধা নিতে পারেন।
সকল মোবাইল সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার সহজ নিয়ম
নিচে বাংলাদেশের জনপ্রিয় মোবাইল অপারেটরগুলোর ইমারজেন্সি ব্যালেন্স (জরুরি ব্যালেন্স) নেওয়ার নিয়মগুলো উল্লেখ করা হলো:
১। গ্রামীণফোন
জিপি-র সমস্ত প্রিপেইড গ্রাহকগণ সার্ভিস চার্জ ছাড়াই ইমার্জেন্সি ব্যালেন্স হিসেবে সর্বনিম্ন ১৩ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত পেতে পারেন।
- ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *9# অথবা *121*1*3# (চার্জ ফ্রি)
- আপনি কত টাকা ইমার্জেন্সি ব্যালেন্স পাবেন তা জানতে ডায়াল করুন *121*1*5#
- অ্যামাউন্ট চেক করতে ডায়াল করুন *121*1*2#
- গ্রামীণফোনের ওয়েবসাইটে বিস্তারিত দেখুন
২। বাংলালিংক
- ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *874# অথবা *874*10# (চার্জ ফ্রি)
- কত টাকা পাবেন বা ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *121*5# অথবা *121*1#
- বাংলালিংকের ওয়েবসাইটে বিস্তারিত দেখুন
৩। রবি
রবি তাদের প্রিপেইড গ্রাহকদের জন্য সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ঝটপট ব্যালেন্স ব্যবহারের সুযোগ দিচ্ছে।
- ইমার্জেন্সি ঝটপট ব্যালেন্স নিতে ডায়াল করুন *123*007# (ফ্রি)
- এই সেবার আওতাভুক্ত আছেন কি না যাচাই করতে ডায়াল করুন *8#
- ঝটপট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *1# অথবা *222#
- রবির ওয়েবসাইটে বিস্তারিত দেখুন
৪। এয়ারটেল
এয়ারটেলের সকল যোগ্য প্রিপেইড গ্রাহক সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত জরুরি ব্যালেন্স নিতে পারবেন।
- জরুরি ব্যালেন্স পেতে ডায়াল করুন *141# (বিনামূল্যে)
- জরুরি ব্যালেন্স পাবেন কি না যাচাই ডায়াল করুন *8#
- জরুরি ব্যালেন্সের পরিমাণ জানতে ডায়াল করুন *1#
- এয়ারটেল এর ওয়েবসাইটে বিস্তারিত দেখুন
৫। টেলিটক
টেলিটক গ্রাহকরা চাওয়া মাত্রই ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন।
- ইমার্জেন্সি ব্যালেন্স পেতে ডায়াল করুন *1122#
- অথবা মেসেজ অপশনে গিয়ে “Loan” লিখে পাঠিয়ে দিন 1122 নম্বরে (চার্জ ফ্রি)
- ইমার্জেন্সি ব্যালেন্স দেখার জন্য ডায়াল করুন *1122*0#
- টেলিটক এর ওয়েবসাইটে বিস্তারিত দেখুন
বিশেষ দ্রষ্টব্যঃ ১০ টাকা পর্যন্ত ইমার্জেন্সি ব্যালেন্স নিলে কোনো ভ্যাট প্রযোজ্য নয়। তবে, এর বেশি অ্যামাউন্টের ইমার্জেন্সি ব্যালেন্স নিলে ভ্যাট চার্জ ধার্য করা হবে।
নির্দিষ্ট পরিমাণের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে নিচের দেওয়া নিয়ম ফলো করুন।
ডায়াল কোড | পরিমান | সার্ভিস চার্জ |
*1122*10# | 10 TK | ফ্রি |
*1122*12# | 12 TK | 1.60 TK |
*1122*20# | 20 TK | 2.67 TK |
*1122*30# | 30 TK | 4 TK |
*1122*50# | 50 TK | 6.66 TK |
মেসেজ দিয়েও নিতে পারবেন।

মোবাইলে ইমারজেন্সি ব্যালেন্স কিভাবে নেবেন? সকল সিমের বিস্তারিত গাইড।
আশা করি, এই লেখাটি আপনার প্রয়োজনের সময় কাজে আসবে এবং মোবাইল ব্যবহার আরও সহজ করে তুলবে।