সকল রঙের / কালারের নাম (বাংলা ও ইংরেজি) – HEX কোডসহ

বাংলা ও ইংরেজি রঙের নামের সম্পূর্ণ তালিকা, সাথে আছে কালারের HEX কোড ও রঙের ছবি। ডিজাইন, পেইন্টিং বা ওয়েব ডিজাইনের জন্য এই কালার গাইড কাজে লাগান। আমাদের নিজেদের সাজানো সকল রঙের নামের সম্পূর্ণ তালিকা ছবি এবং পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।
রঙ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রতিটি মানুষের সাথে গভীরভাবে জড়িত। প্রতিটি রঙের রয়েছে আলাদা অর্থ, অনুভূতি ও প্রভাব। লাল রঙ ভালোবাসা ও শক্তির প্রতীক, সবুজ রঙ প্রকৃতি ও সতেজতার বার্তা দেয়, আর নীল রঙ শান্তি ও বিশ্বাসের অনুভূতি জাগায়।
আমরা প্রতিদিন অসংখ্য রঙ দেখি, কিন্তু অনেক সময় তাদের সঠিক নাম বলতে পারি না কিংবা ইংরেজি নাম জানি না। ডিজাইন, ফ্যাশন, আর্ট, ইন্টেরিয়র ডেকোরেশন কিংবা ওয়েব ডিজাইন—সব জায়গাতেই সঠিক রঙ নির্বাচন গুরুত্বপূর্ণ। এই পূর্ণাঙ্গ কালার গাইড আপনার সৃজনশীল কাজে রঙ বাছাইকে করবে আরও সহজ।
রঙের নামের তালিকা – বাংলা, ইংরেজি ও HEX কোড
নিচে আমরা প্রিভিউসহ বাংলা এবং ইংরেজিতে সকল রঙের নাম, HEX কোড সাজিয়ে দিয়েছি।
রঙ | বাংলা নাম | ইংরেজি নাম | কোড |
বাংলারব্লগ | আসমানি | Azure | #007FFF |
বাংলারব্লগ | টিয়া | Bright Green | #66FF00 |
বাংলারব্লগ | উজ্জ্বল ফিরোজা | Bright Turquoise | #08E8DE |
বাংলারব্লগ | ফিরোজা | Turquoise | #30D5C8 |
বাংলারব্লগ | গাঢ় ফিরোজা | Dark Turquoise | #116062 |
বাংলারব্লগ | বাদামী | Brown | #993300 |
বাংলারব্লগ | গাঢ় বাদামি | Dark Brown | #654321 |
বাংলারব্লগ | সবুজ | Green | #008000 |
বাংলারব্লগ | গাঢ় সবুজ | Dark Green | #013220 |
বাংলারব্লগ | সমুদ্র সবুজ | Sea Green | #2E8B57 |
বাংলারব্লগ | নীল | Blue | #0000FF |
বাংলারব্লগ | গাঢ় নীল | Dark Blue | #0000C8 |
বাংলারব্লগ | অতিনীল | Ultramarine | #120A8F |
বাংলারব্লগ | ঝুমকা নীল | Cornflower Blue | #6495ED |
বাংলারব্লগ | লাল | Red | #FF0000 |
বাংলারব্লগ | গাঢ় লাল | Dark Red | #8B0000 |
বাংলারব্লগ | উজ্জ্বল লাল | Cerise | #DE3163 |
বাংলারব্লগ | রক্ত | Alizarin Crimson | #E32636 |
বাংলারব্লগ | খাকি | Khaki | #C3B091 |
বাংলারব্লগ | কালো | Black | #000000 |
বাংলারব্লগ | ধূসর | Grey | #808080 |
বাংলারব্লগ | নীলা | Amethyst | #9966CC |
বাংলারব্লগ | চকোলেট | Chocolate | #7B3F00 |
বাংলারব্লগ | পেষ্ট | Cyan | #00FFFF |
বাংলারব্লগ | ক্রিম | Cream | #FFFDD0 |
বাংলারব্লগ | সোনালি | Gold | #FFD700 |
বাংলারব্লগ | কমলা | Orange | #FF6600 |
বাংলারব্লগ | গাঢ় কমলা | Dark Orange | #FF8C00 |
বাংলারব্লগ | পিঙ্ক | Pink | #FFC0CB |
বাংলারব্লগ | গোলাপি | Rose | #FF007F |
বাংলারব্লগ | হলুদ | Yellow | #FFFF00 |
বাংলারব্লগ | বেগুনি | Purple | #A020F0 |
বাংলারব্লগ | গাঢ় বেগুনী | Dark Violet | #423189 |
বাংলারব্লগ | ম্যাজেন্টা | Magenta | #FF00FF |
বাংলারব্লগ | গাঢ় ম্যাজেন্টা | Dark Magenta | #8B008B |
বাংলারব্লগ | সাদা | White | #FFFFFF |
বাংলারব্লগ | গাঢ় নীল | Navy Blue | #000080 |
বাংলারব্লগ | তামা | Copper | #B87333 |
বাংলারব্লগ | জলপাই | Olive | #808000 |
বাংলারব্লগ | খয়েরি | Maroon | #800000 |
বাংলারব্লগ | টিল | Teal | #008080 |
বাংলারব্লগ | সিঁদুর | Vermilion | #FF4D00 |
বাংলারব্লগ | মরিচা | Rust | #B7410E |
বাংলারব্লগ | ফ্যাকাশে | Pale | #FAF9DE |
বাংলারব্লগ | টমেটো | Tomato | #FF6347 |
বাংলারব্লগ | অ্যাশ | Ash | #B2BEB5 |
বাংলারব্লগ | পান্না | Emerald | #50C878 |
বাংলারব্লগ | প্রবাল | Coral | #FF7F50 |
বাংলারব্লগ | কারমাইন | Carmine | #960018 |
বাংলারব্লগ | পারিজাত | Amaranth | #E52B50 |
বাংলারব্লগ | অম্বর | Amber | #FFBF00 |
বাংলারব্লগ | শতমূলী | Asparagus | #7BA05B |
বাংলারব্লগ | ঝুলকালি | Bistre | #3D2B1F |
বাংলারব্লগ | পিতল | Brass | #B5A642 |
বাংলারব্লগ | গৈরিক মাটি | Burnt Sienna | #E97451 |
বাংলারব্লগ | সিরুলীয় | Cerulean | #007BA7 |
বাংলারব্লগ | চেসনাট | Chestnut | #954535 |
বাংলারব্লগ | রজন | Gamboge | #E49B0F |
বাংলারব্লগ | চাষ নীল | Indigo | #4B0082 |
বাংলারব্লগ | রূপালি | Silver | #C0C0C0 |
বাংলারব্লগ | উইস্টিরিয়া | Wisteria | #C9A0DC |
বাংলারব্লগ | লেবুর হলুদ | Lemon | #FFF700 |
বাংলারব্লগ | বার্গান্ডি | Burgundy | #900020 |
বাংলারব্লগ | গৈরিক মাটি | Ochre | #CC7722 |
বাংলারব্লগ | আড়ু | Peach | #FFE5B4 |
বাংলারব্লগ | টোপ | Taupe | #BC987E |
বাংলারব্লগ | থিসল বেগুনি | Thistle | #D8BFD8 |
বাংলারব্লগ | চা সবুজ | Tea Green | #D0F0C0 |
বাংলারব্লগ | ধন্যবাদ |
সম্পূর্ণ তালিকা কালার প্রিভিউসহ ছবি এবং পিডিএফ ডাউনলোড করুন
সকল রঙের সম্পূর্ণ তালিকা – HEX কোড ও কালার প্রিভিউসহ পিকচার এবং পিডিএফ ফাইল ডাউনলোড করুন।

রঙ সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর
প্রশ্নঃ রংধনুর সাতটি রঙের নাম কী কী?
উত্তরঃ রংধনুর সাতটি রং হলো: বেগুনী, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
প্রশ্নঃ খয়েরী রঙের ইংরেজি কী?
উত্তরঃ খয়েরী রঙের ইংরেজি হলো Brown.
প্রশ্নঃ নীল রঙের ইংরেজি কী?
উত্তরঃ নীল রং এর ইংরেজি হলো Blue.
প্রশ্নঃ গোলাপী রঙের ইংরেজি কী?
উত্তরঃ গোলাপি রঙের ইংরেজি হলো Pink.
প্রশ্নঃ Blue Color অর্থ কি?
উত্তরঃ Blue Colour মানে ‘নীল রঙ‘।
প্রশ্নঃ সবুজ রং ইংরেজিতে কী বলে?
উত্তরঃ সবুজ রঙের ইংরেজি হলো Green.
প্রশ্নঃ ধূসর রং এর ইংরেজি কী?
উত্তরঃ ধূসর রং এর ইংরেজি হলো Grey.
প্রশ্নঃ রং কয়টি ও কি কি?
উত্তরঃ রঙ মূলত তিনটি – লাল, নীল এবং হলুদ। এই তিনটি রঙকে মৌলিক রঙ বলা হয়। এই তিনটি রঙ থেকে অন্যান্য সকল রঙ তৈরি করা যায়।
প্রশ্নঃ কালার কত প্রকার?
উত্তরঃ রং প্রধানত দুই প্রকার: মৌলিক রং এবং যৌগিক রং।
প্রশ্নঃ রং কিভাবে কাজ করে?
উত্তরঃ আলো যখন কোনো বস্তুর উপর পড়ে, তখন সেই বস্তু কিছু রং শোষণ করে এবং কিছু রং প্রতিফলিত করে। আমাদের চোখ সেই প্রতিফলিত রং দেখতে পায়, যা আমরা রঙ হিসেবে উপলব্ধি করি।
শেষকথা
রঙ শুধু একটি ভিজ্যুয়াল উপাদান নয়, বরং এটি মানুষের অনুভূতি, সংস্কৃতি এবং সৃজনশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত। সঠিক রঙ বাছাই করলে যেকোনো ডিজাইন, পোশাক, আর্টওয়ার্ক বা ওয়েবসাইট আরও জীবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।
আশা করছি এই বাংলা-ইংরেজি রঙের তালিকা ও HEX কোড আপনার সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে এবং সহজ ও উপভোগ্য করে তুলবে। রঙের এই জগতে আপনিও খুঁজে নিন আপনার প্রিয় রঙের অনন্য সৌন্দর্য। 🎨