ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টগ্রাফিক্স ডিজাইন

সকল রঙের / কালারের নাম (বাংলা ও ইংরেজি) – HEX কোডসহ

বাংলা ও ইংরেজি রঙের নামের সম্পূর্ণ তালিকা, সাথে আছে কালারের HEX কোড ও রঙের ছবি। ডিজাইন, পেইন্টিং বা ওয়েব ডিজাইনের জন্য এই কালার গাইড কাজে লাগান। আমাদের নিজেদের সাজানো সকল রঙের নামের সম্পূর্ণ তালিকা ছবি এবং পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবেন।

রঙ মানুষের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ এবং প্রতিটি মানুষের সাথে গভীরভাবে জড়িত। প্রতিটি রঙের রয়েছে আলাদা অর্থ, অনুভূতি ও প্রভাব। লাল রঙ ভালোবাসা ও শক্তির প্রতীক, সবুজ রঙ প্রকৃতি ও সতেজতার বার্তা দেয়, আর নীল রঙ শান্তি ও বিশ্বাসের অনুভূতি জাগায়।

আমরা প্রতিদিন অসংখ্য রঙ দেখি, কিন্তু অনেক সময় তাদের সঠিক নাম বলতে পারি না কিংবা ইংরেজি নাম জানি না। ডিজাইন, ফ্যাশন, আর্ট, ইন্টেরিয়র ডেকোরেশন কিংবা ওয়েব ডিজাইন—সব জায়গাতেই সঠিক রঙ নির্বাচন গুরুত্বপূর্ণ। এই পূর্ণাঙ্গ কালার গাইড আপনার সৃজনশীল কাজে রঙ বাছাইকে করবে আরও সহজ।

রঙের নামের তালিকা – বাংলা, ইংরেজি ও HEX কোড

নিচে আমরা প্রিভিউসহ বাংলা এবং ইংরেজিতে সকল রঙের নাম, HEX কোড সাজিয়ে দিয়েছি।

রঙবাংলা নামইংরেজি নামকোড
বাংলারব্লগআসমানিAzure#007FFF
বাংলারব্লগটিয়াBright Green#66FF00
বাংলারব্লগউজ্জ্বল ফিরোজাBright Turquoise#08E8DE
বাংলারব্লগফিরোজাTurquoise#30D5C8
বাংলারব্লগগাঢ় ফিরোজাDark Turquoise#116062
বাংলারব্লগবাদামীBrown#993300
বাংলারব্লগগাঢ় বাদামিDark Brown#654321
বাংলারব্লগসবুজGreen#008000
বাংলারব্লগগাঢ় সবুজDark Green#013220
বাংলারব্লগসমুদ্র সবুজSea Green#2E8B57
বাংলারব্লগনীলBlue#0000FF
বাংলারব্লগগাঢ় নীলDark Blue#0000C8
বাংলারব্লগঅতিনীলUltramarine#120A8F
বাংলারব্লগঝুমকা নীলCornflower Blue#6495ED
বাংলারব্লগলালRed#FF0000
বাংলারব্লগগাঢ় লালDark Red#8B0000
বাংলারব্লগউজ্জ্বল লালCerise#DE3163
বাংলারব্লগরক্তAlizarin Crimson#E32636
বাংলারব্লগখাকিKhaki#C3B091
বাংলারব্লগকালোBlack#000000
বাংলারব্লগধূসরGrey#808080
বাংলারব্লগনীলাAmethyst#9966CC
বাংলারব্লগচকোলেটChocolate#7B3F00
বাংলারব্লগপেষ্টCyan#00FFFF
বাংলারব্লগক্রিমCream#FFFDD0
বাংলারব্লগসোনালিGold#FFD700
বাংলারব্লগকমলাOrange#FF6600
বাংলারব্লগগাঢ় কমলাDark Orange#FF8C00
বাংলারব্লগপিঙ্কPink#FFC0CB
বাংলারব্লগগোলাপিRose#FF007F
বাংলারব্লগহলুদYellow#FFFF00
বাংলারব্লগবেগুনিPurple#A020F0
বাংলারব্লগগাঢ় বেগুনীDark Violet#423189
বাংলারব্লগম্যাজেন্টাMagenta#FF00FF
বাংলারব্লগগাঢ় ম্যাজেন্টাDark Magenta#8B008B
বাংলারব্লগসাদাWhite#FFFFFF
বাংলারব্লগগাঢ় নীলNavy Blue#000080
বাংলারব্লগতামাCopper#B87333
বাংলারব্লগজলপাইOlive#808000
বাংলারব্লগখয়েরিMaroon#800000
বাংলারব্লগটিলTeal#008080
বাংলারব্লগসিঁদুরVermilion#FF4D00
বাংলারব্লগমরিচাRust#B7410E
বাংলারব্লগফ্যাকাশেPale#FAF9DE
বাংলারব্লগটমেটোTomato#FF6347
বাংলারব্লগঅ্যাশAsh#B2BEB5
বাংলারব্লগপান্নাEmerald#50C878
বাংলারব্লগপ্রবালCoral#FF7F50
বাংলারব্লগকারমাইনCarmine#960018
বাংলারব্লগপারিজাতAmaranth#E52B50
বাংলারব্লগঅম্বরAmber#FFBF00
বাংলারব্লগশতমূলীAsparagus#7BA05B
বাংলারব্লগঝুলকালিBistre#3D2B1F
বাংলারব্লগপিতলBrass#B5A642
বাংলারব্লগগৈরিক মাটিBurnt Sienna#E97451
বাংলারব্লগসিরুলীয়Cerulean#007BA7
বাংলারব্লগচেসনাটChestnut#954535
বাংলারব্লগরজনGamboge#E49B0F
বাংলারব্লগচাষ নীলIndigo#4B0082
বাংলারব্লগরূপালিSilver#C0C0C0
বাংলারব্লগউইস্টিরিয়াWisteria#C9A0DC
বাংলারব্লগলেবুর হলুদLemon#FFF700
বাংলারব্লগবার্গান্ডিBurgundy#900020
বাংলারব্লগগৈরিক মাটিOchre#CC7722
বাংলারব্লগআড়ুPeach#FFE5B4
বাংলারব্লগটোপTaupe#BC987E
বাংলারব্লগথিসল বেগুনিThistle#D8BFD8
বাংলারব্লগচা সবুজTea Green#D0F0C0
বাংলারব্লগ ধন্যবাদ
রঙের নামের সম্পূর্ণ তালিকা

সম্পূর্ণ তালিকা কালার প্রিভিউসহ ছবি এবং পিডিএফ ডাউনলোড করুন

সকল রঙের সম্পূর্ণ তালিকা – HEX কোড ও কালার প্রিভিউসহ পিকচার এবং পিডিএফ ফাইল ডাউনলোড করুন।

Download PDF File (155KB)

Image 1 (92KB)Image 2 (78KB)Image 3 (52KB)

সকল জনপ্রিয় রঙের নাম
সকল জনপ্রিয় রঙের নাম

রঙ সম্পর্কিত প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃ রংধনুর সাতটি রঙের নাম কী কী?
উত্তরঃ রংধনুর সাতটি রং হলো: বেগুনী, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল।

প্রশ্নঃ খয়েরী রঙের ইংরেজি কী?
উত্তরঃ খয়েরী রঙের ইংরেজি হলো Brown.

প্রশ্নঃ নীল রঙের ইংরেজি কী?
উত্তরঃ নীল রং এর ইংরেজি হলো Blue.

প্রশ্নঃ গোলাপী রঙের ইংরেজি কী?
উত্তরঃ গোলাপি রঙের ইংরেজি হলো Pink.

প্রশ্নঃ Blue Color অর্থ কি?
উত্তরঃ Blue Colour মানে ‘নীল রঙ‘।

প্রশ্নঃ সবুজ রং ইংরেজিতে কী বলে?
উত্তরঃ সবুজ রঙের ইংরেজি হলো Green.

প্রশ্নঃ ধূসর রং এর ইংরেজি কী?
উত্তরঃ ধূসর রং এর ইংরেজি হলো Grey.

প্রশ্নঃ রং কয়টি ও কি কি?
উত্তরঃ রঙ মূলত তিনটি – লাল, নীল এবং হলুদ। এই তিনটি রঙকে মৌলিক রঙ বলা হয়। এই তিনটি রঙ থেকে অন্যান্য সকল রঙ তৈরি করা যায়।

প্রশ্নঃ কালার কত প্রকার?
উত্তরঃ রং প্রধানত দুই প্রকার: মৌলিক রং এবং যৌগিক রং।

প্রশ্নঃ রং কিভাবে কাজ করে?
উত্তরঃ আলো যখন কোনো বস্তুর উপর পড়ে, তখন সেই বস্তু কিছু রং শোষণ করে এবং কিছু রং প্রতিফলিত করে। আমাদের চোখ সেই প্রতিফলিত রং দেখতে পায়, যা আমরা রঙ হিসেবে উপলব্ধি করি।

শেষকথা

রঙ শুধু একটি ভিজ্যুয়াল উপাদান নয়, বরং এটি মানুষের অনুভূতি, সংস্কৃতি এবং সৃজনশীলতার সঙ্গে গভীরভাবে যুক্ত। সঠিক রঙ বাছাই করলে যেকোনো ডিজাইন, পোশাক, আর্টওয়ার্ক বা ওয়েবসাইট আরও জীবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।

আশা করছি এই বাংলা-ইংরেজি রঙের তালিকা ও HEX কোড আপনার সৃজনশীল কাজে অনুপ্রেরণা যোগাবে এবং সহজ ও উপভোগ্য করে তুলবে। রঙের এই জগতে আপনিও খুঁজে নিন আপনার প্রিয় রঙের অনন্য সৌন্দর্য। 🎨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button