বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস, ছবি, উক্তি, পোস্টার এবং কবিতা আবৃত্তি ২০২৪
বাংলারব্লগ.কম এর পক্ষ থেকে সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন। এ দেশ আমাদের গর্ব; এই বিজয় আমাদের প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক বিজয় দিবস।
১৬ ডিসেম্বর উপলক্ষে আজকে আমি এই পোস্টে শেয়ার করব বিজয় দিবসের শুভেচ্ছা বার্তা বা বিজয় দিবসের ফেসবুক স্ট্যাটাস, ছবি, বিজয় দিবস সম্পর্কিত উক্তি, পোস্টার ডিজাইন এবং কবিতা আবৃত্তি।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা স্ট্যাটাস
১। পরাধীনতার গ্লানি দূর করে বাংলার আকাশে স্বাধীনতার সূর্য উদয়নে ভূমিকা রাখা বীর মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসে জানাই সশ্রদ্ধ সম্মান। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা৷
২। জাতির যেসকল সূর্যসন্তানদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বিজয়, তাঁদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং সালাম।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৩। ১৬ ডিসেম্বর তুমি বাঙালির অহংকার। তুমি কোটি জনতার বিজয় নিশান, স্বাধীন বাংলার স্বাক্ষর।
৪। ত্রিশ লাখ শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এই লাল সবুজ পতাকা, পৃথিবীর বুকে একটি স্বাধীন মানচিত্র।
৫। স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ।
সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
৬। মহান বিজয়ের এই দিনে সকল অপশক্তিকে রোখার প্রত্যয়ে ভেদাভেদ ভুলে মহামূল্যবান এই অর্জনকে কাজে লাগিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাই।
৭। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি যে বিজয় নিশান। প্রয়োজনে আবার দেবো রক্ত ঠেলে, বজায় রাখতে বিজয়ের মান। মোদের দেহে থাকতে রক্ত বৃথা যাবেনা শহীদের দান। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
৮। মহান স্বাধীনতা দিবসের এটাই হোক আমাদের শপথ। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমিও, আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি!
৯। যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হলো এই রক্তিম বিজয় স্বাধীনতা। তাদের স্মৃতিকে কখনো হত্যা করা যাবে না।
১০। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা,
শহীদদের আত্মত্যাগের ফলেই এই বিজয়,
শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
১১। বিজয় দিবস আমাদের নতুন পথের সূচনা করে। আজকের এই দিনে আমরা শপথ নিই যে, আমরা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করব।
১২। হে বিজয় দিবস,বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতি হলো আজ তোমার হাত ধরে।
১৩। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলবোনা।
১৪। সবাইকে বিজয় দিবসের লাল-সবুজ পতাকার শুভেচ্ছা। আসুন যে যার অবস্থান থেকে আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাই।
১৫। বিজয় মানে একটা মানচিত্র, বিজয় মানে লাল-সবুজের পতাকা, বিজয় মানে একটা গর্বিত জাতি, বিজয় মানে অস্তিত্বে বাংলাদেশ। বিজয়ের ৫৩ বছর পূর্তিতে এই গর্বিত জাতি গড়ার সকল কারিগরকে মন থেকে জানাই শুভেচ্ছা।
১৬। বিজয় দিবসে সকল বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সকল সদস্যদের জানাই বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
১৭। আজ ১৬ই ডিসেম্বর এই দিনে আমাদের এক নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল। এই বিজয় দিবসে ঝরে পড়েছিল কতশত তাজা প্রাণ।
১৮। প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ।
জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ।
সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
১৯। আজ এই মহান বিজয় দিবসে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য দোয়ার মাহফিল অনুষ্ঠিত হোক। এতেই তাদের পরকালীন শান্তি।
.২০। হে বিজয় দিবস,বাঙালির সুদীর্ঘকালের শোষণ বঞ্চনার ইতি হয়েছে আজ তোমার হাত ধরে।
২১। বিজয় আমাকে পথ দেখিয়েছে, দিয়েছে দিয়েছে বাঁচার আশা। আমি বিজয়ের গান গাই, আমি স্বাধীনতা কে চাই। আমি বিজয়ের পতাকা ধরে সারাটি পথ পাড়ি দিতে চাই। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
২২। একটি লাল সবুজের পতাকা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যারা গড়ে তুলেছিল। সমস্ত মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
২৩। মুক্তিযুদ্ধে স্বজন হারানোর ব্যথায় কাতর হৃদয় গুলো যেন পূর্ণ হয়ে উঠুক এই কামনায় সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।
২৪। ১৬ ডিসেম্বর এর বিজয় দিবস হল আমাদের বাঙালি জাতির জন্য অহংকার। কেননা এই দিনে আমাদের দেশের লক্ষ কোটি জনতা স্বাধীনতা ফিরে পেয়েছিল। বিজয় দিবসের শুভেচ্ছা।
২৫। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
২৬। আমাদের বিজয় মানে মুক্ত আকাশে লাল সবুজের পতাকা। বিজয় মানে, মুক্তির উল্লাস। আর সে কারণে তোমার প্রতি রইল আমার বিজয় দিবসের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।
২৭। ১৯৭১ সালের মহান বিজয় দিবস থেকে শিক্ষা নাও। নিজের দেশের প্রতি ভালবাসার জন্ম দাও। তাহলে তোমার মধ্যে থাকা দেশাত্মবোধ প্রতিফলিত হবে। মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
২৮। ৫৩ বছরেও বিজয়ের প্রকৃত স্বাদ পাইনি। চুরি ছিনতাই আর মানুষ হত্যার রাজনীতি চাইনি। যা চেয়েছি তার ধারেকাছেও যাইনি।
২৯। তোমার মাঝেই স্বপ্নের শুরু, তোমার মাঝেই শেষ। তবুও ভাললাগা-ভালোবাসাময় তুমি আমার বাংলাদেশ।
৩০। ওরা আসবে চুপি চুপি যারা এই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রান। সব কটা জানালা খুলে দাও না। আমি গাইবো বিজয়ের গান।
৩১। স্বাধীনতা আমাদের অহংকার, বিজয় আমাদের গৌরব। ১৬ই ডিসেম্বরের এই দিনে আমরা সবাই মিলে স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ।
৩২। বিজয়ের এই দিনে, ধ্বনিত হোক গান, লাল সবুজের পতাকাতে জ্বলুক গৌরবের সম্মান।
৩৩।স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা। আসুন, আমরা সবাই মিলে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলি। বিজয় দিবসের শুভেচ্ছা!
৩৪। আগামী প্রজন্মকে আমাদের ইতিহাস ঐতিহ্য স্মরণ করিয়ে দেশ চেতনায় উদ্বুদ্ধ করতে হলে বিজয়ের চেতনা ধারন করতে হবে।
বিজয় দিবসের উক্তি
- প্রতিটি পদক্ষেপ ছিলো একটা বিজয়,এটা তাকে মনে রাখতে হবে। – জর্জ স্যান্ডার্স
- যে ব্যক্তি লড়াই বন্ধ করতে অস্বীকার করে তার পক্ষে সর্বদা বিজয় সম্ভব হয়। – নেপোলিয়ন হিল
- এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। – শেখ মুজিবুর রহমান
- বিজয় তাদের অন্তর্ভুক্ত যারা এটিকে সবচেয়ে বেশি বিশ্বাস করে। – রান্ডাল ওয়ালেস
- গতকালের পরাজয় আগামীকালের বিজয়। – ক্রিস্টিনা এংগেলা
- বিজয় হলো সমস্ত স্বপ্ন যা আপনার স্বপ্ন অর্জনের চলেছে তা স্বীকৃতি দেয়া। – টমি হিলফিগার
বিজয় দিবসের ছবি
যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ, মহান বিজয় দিবসে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা।
শহীদ আত্মাগুলোর মাগফেরাত কামনা করছি।
যুদ্ধে শহীদ তোমরা ছিলে অকুতোভয়, তাই তো আমরা বীর বাঙালি পেয়েছি বিজয়।
বিজয় দিবসের ছবি ডাউনলোড
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
Bijoy Dibosh Wallpaper HD
বিজয় দিবসের ওয়ালপেপার
বিজয় দিবসের ছবি
আমরা তোমাদের ভুলবো না…
তোমাদের রক্তের বিনিময়ে আজ স্বাধীন দেশের নাগরিক আমরা, তোমাদের জানাই বিনম্র শ্রদ্ধা হে শহীদ মুক্তিযোদ্ধারা।
এক সাগর রক্তের বিনিময়ে
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার।
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
বিজয় দিবসের পোস্টার ডিজাইন
এখানে কিছু বিজয় দিবসের ব্যানার ডিজাইন ai, eps ফাইল এবং ফন্ট শেয়ার করা হয়েছে। ভবিষ্যতে এখানে আরো ভেক্টর ডিজাইন যোগ করা হবে।
সব গুলো দেখতে বা একসাথে ডাউনলোড করতে নিচের “Download Now” বাটনে ক্লিক করুন।
Download Nowবিজয় দিবসের কবিতা আবৃত্তি
তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা,
রক্তে রাঙা প্রান্তর, মাটির গন্ধ,
বিজয়ের নিশান উড়ে যায়,
স্বাধীন দেশের মুক্তির আনন্দ।
বিজয় দিবসের ৮টি কবিতা পিডিএফ ফাইল অনলাইনে দেখুন অথবা ডাউনলোড করে নিন।
Download Now Read Onlineবিজয় দিবসের গান
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
দুঃসহ বেদনার কণ্টক পথ বেয়ে
শোষণের নাগপাশ ছিঁড়লে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
যুগের নিষ্ঠুর বন্ধন হতে
মুক্তির এ বারতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
ভুলবো না, ভুলবো না
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না
কৃষাণ-কৃষাণীর গানে গানে
কৃষাণ-কৃষাণীর গানে গানে
পদ্মা-মেঘনার কলতানে
বাউলের একতারাতে
বাউলের একতারাতে
আনন্দ ঝংকারে
আনন্দ ঝংকারে, আনন্দ ঝংকারে
তোমাদের নাম ঝংকৃত হবে
ঝংকৃত হবে, ঝংকৃত হবে, ঝংকৃত হবে
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
নতুন স্বদেশ গড়ার পথে
তোমরা চিরদিন দিশারী রবে
আমরা তোমাদের ভুলবো না
ভুলবো না, ভুলবো না
এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলে যারা
আমরা তোমাদের ভুলবো না
আমরা তোমাদের ভুলবো না।
মুক্তির লাল সবুজ উল্লাসে পাজরের বন্ধনগুলো অন্য আলোয় উদ্ভাসিত মাসের লালিত ক্ষোভের দাবানলে ক্ষয় হয়ে যাক মনের সব নীচতা, মৌনতা, হীনতা। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা।